ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

নিরাপত্তার অভাবে উল্লাপাড়া থানায় রিমান্ডে নেওয়া হচ্ছে না সাবেক এমপি তানভীর ইমামকে

নিরাপত্তার অভাবে উল্লাপাড়া থানায় রিমান্ডে নেওয়া হচ্ছে না সাবেক এমপি তানভীর ইমামকে

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি : আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর হলেও নিরাপত্তার অভাবজনিত কারণে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি তানভীর ইমামকে উল্লাপাড়া মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনটিই জানান উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।  স্বাধীনতার পর এবারই প্রথম রিমান্ড মঞ্জুর হলেও নিরাপত্তার কথা ভেবে কোন আসামিকে উল্লাপাড়া থানায় আনা হচ্ছে না। এদিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আসামি সাবেক এমপি তানভীর ইমামকে আদালতের নির্দেশে সিরাজগঞ্জ সদরেই রাখা হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানির পর সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শহীদ বাপ্পী আসামি তানভীর ইমামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা  প্রয়াত এইচ.টি  ইমামের ছেলে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লাপাড়া বিএনপি দলীয় অফিসে অগ্নিসংযোগের মামলায় তানভীর ইমামকে বুধবার আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানির পর আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. দেলোয়ার হোসেন ও আসামি পক্ষে এড. আনোয়ার হোসেন লিমন অংশ নেন। সাবেক এমপি তানভীর ইমামকে রিমান্ডে উল্লাপাড়া থানায় আনা হচ্ছে খবরটি জানতে পেরে দুপুরে  উল্লাপাড়া থানার সামনে বিক্ষুব্ধ লোকজন ভিড় জমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী