বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৯নং নম্বর ওয়ার্ড (কার্যক্রম নিষিদ্ধ ষোষিত) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাফুজ আলমকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কাথম গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
আরও পড়ুননন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাহাফুজ দীর্ঘদিন পলাতক ছিল। আজ রোববার (২০ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন