ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাজমা বেগম উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মোছাঃ নাজমা বেগম (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত নাজমা বেগম উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মো. ইউনুছ শেখের স্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে শরীফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।  মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অভিযোগ রয়েছে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি বর্ষণসহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়।  এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।  আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা