ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় দুই লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিনচালিত সন্দেহজনক একটি ট্রলার দেখে আভিযানিক দলের সদস্যরা থামার নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়। পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

জোড়ালো হলো সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন

এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল : রিজভী

বগুড়া রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

বাজারের ক্ষেত্রে সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেনি : অর্থ উপদেষ্টা

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা