বগুড়ার দুপচাঁচিয়ায় নারীসহ গ্রেফতার চার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামুলে উপজেলার বাকপাল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী দেলোয়ারা বেগম (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে দিদারুল ইসলাম (২০), মৃত দশারথ মন্ডল এর ছেলে ফজলু (৫০) ও জিয়ানগর সোহাগী পাড়ার সাখাওয়াত এর ছেলে আবু রায়হান (৩৫) কে গ্রেফতার করেছে।
আরও পড়ুনদুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন