রংপুরের তারাগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের ৪৫ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানার নেতৃত্বে তারাগঞ্জ বাজারে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডায়াগনস্টিক সেন্টার দুইটির বিভিন্ন অব্যবস্থাপনা ও লাইসেন্স আপডেট না থাকার কারণে নিউ সেবা প্যাথলজি এন্ড আল্ট্রাসাউন্ড এর পরিচালক মোতাউর রহমান রাসেলের কাছে ৩০ হাজার টাকা ও ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক হায়দার কবির লিটনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনা আক্তার, ডেন্টাল সার্জন আবু আজম, এস আই সিরাজুল ইসলামসহ পুলিশ বাহিনী।
মন্তব্য করুন