ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

নরসিংদীতে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেয়ালে ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি

কার্যালয়টির দেয়ালে তারা লিখে যায়, ‘মরার জন্য অপেক্ষা কর।

নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কার্যালয়টির দেয়ালে তারা লিখে যায়, ‘মরার জন্য অপেক্ষা কর।’ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার চরসুবুদ্দির বাজারে রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দিয়ে যায়। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

চরসুবুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।




রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) মো. আদিল মাহমুদ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে এখনো  লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দেশ নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩৫

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, সতর্ক ইসলামাবাদ

আজ মহান মে দিবস

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা