ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মাকে গাছে বেঁধে ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার

অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য মো. আল আমিন

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে মো. আল আমিন নামে চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আল আমিনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নারী ঘটিত অভিযোগ আনেন। সেই অভিযোগে সেনাবাহিনী থেকে তার চাকরি চলে যায়। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এ সব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।

আরও জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম থেকে বাড়ি এসে পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন আল আমিন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে আল আমিন পালিয়ে যান। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান