ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

নিউজ ডেস্ক:  নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে  বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ-উ-দৌলার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ মানববন্ধন হয়। পরে তারা দাবি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের কাছে পৃথক দুটি স্মারকলিপি দেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও বর্তমান প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক যৌন হয়রানিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত।


তারা আরও বলেন, সিরাজুল ইসলাম অপকর্ম হাসিলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। সর্বশেষ স্থানীয় সনাতন ধর্মের এক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। সেই সম্পর্ক সহজ করার জন্য সম্প্রতি ওই নারীর স্বামীকে বিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে নিয়োগ দেন। গত ৬ ফেব্রুয়ারি রাতে ওই গেস্ট টিচারের অনুপস্থিতিতে তার বাড়িত যান সিরাজুল ইসলাম। পরবর্তীতে এলাকার লোকজন ওই নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন

এর আগেও সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করলেও ক্ষমতার দাপটে তিনি পার পেয়ে গেছেন বলে অভিযোগ করেন বক্তারা।

অভিযুক্ত শিক্ষক মো. সিরাজুল ইসলামকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১