ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

চায়ের দোকান থেকে তুলে নিয়ে চাঁদা দাবি; পুলিশ প্রত্যাহার

চায়ের দোকান থেকে তুলে নিয়ে চাঁদা দাবি; পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক: থানায় তুলে নিয়ে গিয়ে টাকা দাবি করায় স্থানীয়দের বিক্ষোভের মুখে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। পরে তাকে নড়াইল পুলিশলাইনে ক্লোজ করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাকে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই পুলিশ পরিদর্শকের প্রত্যাহারের দাবিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দফায় দফায় বিক্ষোভ করেন এলাকাবাসী।


বিক্ষোভকারীরা জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ পরিদর্শক নুরুন্নবী লাহুড়িয়া গ্রামের মধ্যে কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলতে থাকা ৭-৮ জনকে ফাঁড়িতে নিয়ে যান। পরে তাদের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে জুয়া খেলার অপরাধে আদালতে চালান দেওয়ার হুমকি দেন।

তারা আরও জানান, স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ পরিদর্শকের কাছে আটকদের ছাড়াতে গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে ফোনালাপেও অসদাচারণ করেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টাকে নিয়েও বাজে মন্তব্য করেন। পরে বিক্ষোভের মুখে আটকদের ছেড়ে দেন তিনি।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন। যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীর মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ করেননি।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মঙ্গলবার বলেন, অভিযোগ আসায় লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

গুঞ্জন নয় সত্যি, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল খান

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে নুরকে