শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে কাঠমিস্ত্রি নিহত

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সদর উপজেলা করপাড়া ইউনিয়নে বাজুনিয়া-গান্দিয়াশুর সড়কের তাড়গ্রাম পূর্বপাড়ায় শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় অমর বিশ্বাস (৫৪) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দুর্ঘটনা ঘটে।
নিহত অমর বিশ্বাস তাড়গ্রাম পূর্বপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
আরও পড়ুনগোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাড়গ্রাম পূর্বপাড়ার রাজেন ডাক্তারের বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন অমর বিশ্বাস। এ সময় বাজুনিয়া-গান্দিয়াশুর সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
তাড়গ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা ও নিহতের ভাতিজা সুবোধ বিশ্বাস বলেন, “আমার কাকা শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় শাওন সিকদার নামের এক যুবক তাকে মোটোরসাইকেল দিয়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
মন্তব্য করুন