ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

একই বিজ্ঞাপনে আবুল হায়াত, দিলারা জামান, ইমন ও শখ

একই বিজ্ঞাপনে আবুল হায়াত, দিলারা জামান, ইমন ও শখ, ছবি: তালহা মোস্তফা

অভি মঈনুদ্দীনঃ একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের করা বিজ্ঞাপন যেমন নিয়মিতই প্রচার হচ্ছে। ঠিক তিমনি তাদের একসঙ্গে করা নাটকও পুণঃপ্রচারিত হয় প্রায়ই বিভিন্ন টিভি চ্যানেলে। চলতি বছরের প্রথম মাসে আবারো তারা নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন। তাদের সাথেই প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেলেন বিজ্ঞাপনে জুটি হিসেবে জনপ্রিয়তা পাওয়া শখ-ইমন। চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিকের গল্প ভাবনায় ‘ছোঁয়া ফ্রোজেন ফিশ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ইমন ও শখ।

গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’(বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। চলচ্চিত্রে সায়মন তারিকের যাত্রা শুরু বরেণ্য পরিচালক আহমেদ সাত্তারের হাত ধরে। শাবনূর-ফেরদৌস’কে নিয়ে নির্মিত ব্যবসা সফল সিনেমা ‘এ চোখে শুধু তুমি’খ্যাত পরিচালক সায়মন তারিকের এই বিজ্ঞাপনে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত তারকারা। বিজ্ঞাপনটির নির্মাণে সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম। বিজ্ঞাপনটিতে ইমনের বাবা মায়ের ভূমিকায় মডেল হয়েছেন আবুল হায়াত ও দিলারা জামান। ইমনের স্ত্রীর ভূমিকায় আছেন শখ। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে আবুল হায়াত বলেন,‘ বেশ গুছানো একটি ইউনিটে কাজ করেছি। সবমিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। আশা করছি সম্পাদনা শেষে কাজটি বেশ ভালো হবে এবং দর্শকের ভালোলাগবে। ইমন ও শখ বেশ প্রাণবন্ত ছিলো।’ দিলারা জামান বলেন,‘ এক জীবনেতো আসলে অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। গল্প নির্ভর বিজ্ঞাপনে কাজ করতে একটু বেশিই ভালোলাগে। ধন্যবাদ বিজ্ঞাপনের নির্মাতা সায়মন তারিককে যত্ন নিয়ে কাজটি করার জন্য।’ চিত্রনায়ক, মডেল ইমন বলেন,‘ সায়মন ভাইয়ের নির্দেশনায় এই বিজ্ঞাপনে কাজ করে খুউব ভালোলেগেছে। কাজটি সত্যিই খুব ভালো হয়েছে। সত্যি বলতে কী সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমাদের এখনো অনেক শেখার আছে। তারা এই বয়সেও যে ডেডিকেটেডে তাতে মুগ্ধ হই। ধন্যবাদ সাইমন তারিক ভাইকে একটি চমৎকার পারিবারিক গল্পের বিজ্ঞাপন নির্মান করার জন্য।’ শখ বলেন,‘ কিছুদিন আগেও আমি শ্রদ্ধেয় হায়াত আঙ্কেল , দিলারা আন্টির সঙ্গে একটি হেলথ কেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। সায়মন তারিক ভাইয়ের নির্দেশনায় নতুন আরো একটি কাজ করা হলো তাদের সঙ্গে। বেশ গুছানো, পরিপাটি একটি ইউনিটের সঙ্গে ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করলাম। খুব আশাবাদী নতুন এই কাজটি নিয়ে।’ নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে আবুল হায়াত অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত ‘দায়মুক্তি’ সিনেমাটি আগামী শুক্রবার মুক্তি পাবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিদ্যুৎ হত্যাকান্ড দম্পতি ধরা পড়লেও অন্য আসামিরা অধরা

বগুড়ার সোনাতলায় রাস্তায় স্থাপন করা সিসি ব্লক তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদার

বাংলাদেশের ব্যাটিংয়ের মাঝে মাঠে ঢুকে পড়ল ‘অতিথি’ সাপ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ

বগুড়ার কাহালুতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা