ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বগুড়ার সোনাতলায় রাস্তায় স্থাপন করা সিসি ব্লক তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদার

বগুড়ার সোনাতলায় রাস্তায় স্থাপন করা সিসি ব্লক তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদার। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় প্রায় ৬ মাস আগে হাট করমজা-নারচি সড়কের ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সংলগ্ন বটতলায় রাস্তার পাশে ভাঙ্গলরোধে সিসি ব্লক স্থাপন করা হয়। সেই সিসি ব্লকগুলো আজ বুধবার (২ জুলাই) আকস্মিক ঠিকাদারের লোকজন তুলে নিয়ে যায়। এতে এলাকাবাসি ও পথচারিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার হাট করমজা-নারচি সড়কে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৭ শ’ ২০ মিটার সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। যে কাজটি সম্পন্ন করতে সরকারের ব্যয় হচ্ছে ১ কোটি ৯০ লাখ টাকা।

ইতোমধ্যেই সড়কটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ওই সড়কের ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে বটতলায় উক্ত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৬ মাস আগে সিসি ব্লক স্থাপন করে। কিন্তু আকস্মিকভাবে গতকাল ওই স্থান থেকে প্রায় ৮/১০ জন শ্রমিককে নিয়োজিত করে সিসি ব্লকগুলো স্থানান্তর করে অন্যত্র নিয়ে যেতে দেখা গেছে।

উল্লেখ্য, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, গোবিন্দগঞ্জ, সাঘাটা উপজেলার লোকজন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কটির দু’পাশে অসংখ্য বসতবাড়ি। বসতবাড়িগুলো রাস্তার চেয়ে উঁচুতে অবস্থান করায় সামান্য বৃষ্টিতে ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রাস্তাটির বেশ কয়েকটি স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিসি ব্লক স্থাপন করেন। সেই ধারাবাহিকতায় উক্ত স্থানে প্রায় ৬ মাস আগে তিন শতাধিক সিসি ব্লক স্থাপন করে। সেই সিসি ব্লকগুলো মেসার্স দোয়েল এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে শ্রমিক ও ভ্যানযোগে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে।

আরও পড়ুন

সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়ক থেকে সিসি ব্লক সরিয়ে নিয়ে যাওয়ায় এলাকাবাসি ও পথচারিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ওই এলাকার ডা. তহিদুল ইসলাম ও ডা. আলী রেজা  বলেন, ৬ মাস আগে রাস্তার ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করলেও আজকে ঠিকাদারের লোকজন অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।

তাদের বাঁধা দিয়েও কোন কাজ হয়নি। এ বিষয়ে মেসার্স দোয়েল এন্টারপ্রাইজের ম্যানেজার নবাব আলীর সাথে কথা বলে জানা গেছে, সংশ্লিষ্ট জায়গার চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি স্থানে সিসি ব্লকগুলো স্থাপন করার জন্য তাদের লোকজন স্থাপন করা সিসি ব্লক অন্যত্র নিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুলবশত ওই স্থানে সিসি ব্লকগুলো স্থাপন করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দু’বছর পিছিয়ে গেছে : পেন্টাগন

স্ত্রীর কিডনিতে জীবন পেয়ে পরকীয়া প্রেমিকাকে নিয়ে থাকছেন স্বামী!

তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী ভুয়া ব্যারিস্টার গ্রেফতার

শাকিব বিতর্কে যা বললেন জাহিদ হাসান

‘টেলিকম নীতি প্রণয়নে অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

বগুড়ায় গাড়ী ভাংচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার