নেত্রকোনায় যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
_original_1731073949.jpg)
নেত্রকোনার বারহাট্টায় ১২৪২ পিস ইয়াবাসহ মানিক (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আর উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ৩ লাখ ১০ হাজার টাকা।
নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক মানিক জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে।
আরও পড়ুনসেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বারহাট্টা ফায়ার সার্ভিসের সামনে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসায় যৌথবাহিনী। বেলা ১১টার দিকে নেত্রকোনা থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে ১২৪২ পিস ইয়াবা পাওয়ার পর চালক মানিককে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়।
মানিক এগুলো ময়মনসিংহ থেকে নিয়ে মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। মানিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছেন বলে জানান সেনা কর্মকর্তা জিসানুল হায়দার।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় আটক মানিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন