ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

খুলনায় অস্ত্র ও বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

খুলনায় অস্ত্র ও বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

যশোরের দুই সন্ত্রাসীকে অস্ত্র, গুলি ও ককটেল সাদৃশ্য বোমাসহ খুলনা থেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভবনের ৫ম তলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— যশোর কোতয়ালী থানাধীন নাজির শংকরপুর এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. শান্ত ইসলাম (২৫) এবং বেজপাড়া চোদ্দারপাড় এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে মো. আলিমুল হোসেন (২০)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস অভিযানিক টিম বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট বাসা থেকে সন্ত্রাসী মো. শান্ত ইসলাম এবং মো. আলিমুল হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রঙের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক আইন ওঅস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দিয়ে কোথায় হামলার পরিকল্পনা ছিল? বোমা তৈরির উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদ্‌ঘাটন পূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।  

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে সন্ত্রাসী শান্ত'র বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা ও মাদকের মামলাসহ মোট চারটি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ