ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগের দিন ডিয়ান্দ্রে ডটিন একাই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন। সেদিন তার একার ব্যাটিং ঝড়েই বাংলাদেশ হয়েছিল নাস্তানাবুদ। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডটিনের সঙ্গে আজ যোগ দিয়েছিলেন কিয়ানা জোসেফ। দুজনের ব্যাটে চড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২০১ রান স্কোরবোর্ডে জমা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশের ইনিংস থেকে মাত্র ৯৫ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার ১০৬ রানে। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর চেয়ে বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে কিউইদের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানে হেরেছিল টাইগ্রেসরা। 

এই ম্যাচে অন্য এক তিক্ত রেকর্ডও দেখেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া।সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসও ছিলেন আগ্রাসী। ১৮ বলে ২৭ রান তোলেন তিনি।  ওয়ানডাউনে ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের ইনিংস বড় হয়নি। তবে তার বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ করেছেন ২০ বলে ৪৯ রান।রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। অধিনায়ক জ্যোতি আজ থেমেছেন মোটে ১০ রান করে। স্বর্ণার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান। 

আরও পড়ুন

সিরিজের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ সময় শনিবার সকালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

রিকশা চালিয়ে ঢাকা ছাড়লেন জার্মান রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

বগুড়ার শিবগঞ্জে অপহৃতা কুলসুম গত ৫ মাসেও উদ্ধার হয়নি

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার