ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ইজতেমায় মারামারিতে সাদ গ্রুপের ফুলবাড়ীর আহত সুমন ৪২ দিন পর মারা  গেলেন

বিশ্ব ইজতেমায় মারামারিতে সাদ গ্রুপের ফুলবাড়ীর আহত সুমন ৪২ দিন পর মারা  গেলেন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সাদ গ্রুপ ও জুবায়ের পন্থিদের মধ্যে মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষীয় সংঘর্ষে আহত কুড়িগ্রামের ফুলবাড়ীর সেই সুমন (৪০) মারা গেছেন। আহত মিজানুর রহমান সুমন প্রামাণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত সোমবার রাত ৩টার দিকে মারা গেছেন। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামে। তার বাবার নাম ছফুর আলী প্রামাণিক। মৃত্যুকালে  স্ত্রী  দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মৃত মিজানুর রহমান সুমন এর সাথে ভাই ও ফুলবাড়ীর হোমিও চিকিৎসক মমিনুল ইসলাম জানান, স্কুল জীবন থেকে সাদ গ্রুপের সাথে জড়িত ছিল। প্রতিবছর এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিদেরকে একত্রিত করে বিশ্ব ইজতেমায় আনা নেয়া করছিল। ঘটনার দিন আমাদের প্যান্ডেলে সুমন ছিল না। মারামারি ছড়িয়ে পড়লে ১৪৪ ধারা জারী হয়। আত্মরক্ষার জন্য আশ্রয় নেয়া হয় বিভিন্ন জায়গায়।

তখন তাকে অনেক খোঁজাখুঁজি করছি। তাকে পাওয়া যায়নি। ঘটনার ৪ দিন পর সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। অসুস্থতার ছবি ভাইরাল হলে পরিবারের কাছে খবর দেয়া হয়। তখন থেকে সেখানে চিকিৎসা চলাকালে গত সোমবার গভীর রাতে মারা যায়।

আরও পড়ুন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশীদ জানান, বিশ্ব ইজতেমায় মারামারির ঘটনায় অসুস্থ থাকা অবস্থায় গত সোমবার গভীর রাতে মারা গেছে। তার লাশ এখনও ঢাকায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে রায়গঞ্জে দুর্গাপূজাকে উপলক্ষে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

প্রকৃত শিক্ষা সেই, যা মানুষের ভেতরে আলো জ্বালায় -বিচারপতি শাহীন

দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারকারী নীরব আটক

মাত্র ৭ মাসেই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ!