ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক, ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এতে কোনও সন্দেহ নেই। এ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। সেই সাথে আমাদের সর্বদা সজাগ থাকতে বলেছেন। বারবার আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আগামীতেও হওয়ার শঙ্কা রয়েছে। গত ফ্যাসিস্ট সরকার বারবার বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি। তাদের জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশের সাধারণ জনগণই বিএনপি’র কর্মী। সারিয়াকান্দিতে যতো উন্নয়নমূলক কাজ হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হয়েছে, সেতু নির্মাণ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, নদী ভাঙন রোধে কাজ হয়েছে, তা একমাত্র বিএনপি’র সময়েই হয়েছে। জিয়ার জন্মভূমির কারণেই গত ফ্যাসিস্ট সরকার বগুড়ায় কোনও উন্নয়ন করেনি। বগুড়াকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। যত উন্নয়ন তা গোপালগঞ্জে করা হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি খাদেমুল হাসান পিন্টু প্রমুখ। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস