বগুড়ার গাবতলীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৩১০পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পিছন থেকে শহীদ ওরফে সৈকতকে (৪৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে সারোটিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের পিছন থেকে মাদক ব্যবসায়ী শহীদ ওরফে সৈকতকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী করে ৩১০পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
আরও পড়ুনথানার এসআই আব্দুল কদ্দুস বাদি হয়ে রাতেই মামলা করে সৈকতকে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন