ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি দুই যুবকের ১৫ বছরের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি দুই যুবকের ১৫ বছরের কারাদন্ড। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিনালাইসেন্সে দু’টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দু’টি ম্যাগজিন বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় দুই যুবককে ১৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইবুনাল।

দন্ডিতরা হলো-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরশিয়া (পলাশবোনা) গ্রামের ফয়মদ্দিনের ছেলে মো. মামুন (৩৪) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৯)। আজ সোমবার (২৭ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান উভয় আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া এলাকায় র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে দু’টি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ আটক হন মামুন ও দুলু মিয়া।

আরও পড়ুন

এ ঘটনায় র‌্যাব’র তৎকালীন উপ-পরিদর্শক মোস্তাফিজার রহমান ওই দু’জনকে আসামি করে ২০২০ সালের ১ জানুয়ারি ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এবং ভোলাহাট থানার তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩১ জানুয়ারি ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাতজনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানির পর ট্রাইবুনাল আজ সোমবার (২৭ জানুয়ারি) মামুন ও দুলু মিয়া উভয়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা