দেশে চুরি-ছিনতাই বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চুরি ছিনতাই বেড়েছে তবে অপরাধীরা ধরাও পড়ছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এই উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭শ’ পলাতক আছে। যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদের আবারও ধরা হবে।
তিনি জানান, এখন থেকে '০৯৬১২০২১৬৯০' নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুনমন্তব্য করুন