ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় মোকাররম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেলে চালকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ডের সামনে এ ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোকাররম জেলার কালুখালী উপজেলার বিকয়া গ্রামের মোতাহার মোল্লার। সে নিজ বাড়িতে কৃষিকাজ করতেন।

আরও পড়ুন


জানা গেছে, বিকালে বিকয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রাজবাড়ী যাচ্ছিলেন মোকাররম। পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ড পৌছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শনিবার পৌনে ৫টার দিকে কালুখালীর বিকয়া গ্রাম থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন মোকাররম। গান্ধিমারা বাসস্ট্রান্ডে দ্রুতগতির অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  ঘাতক মাইক্রোবাসটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন