ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ (শুক্রবার) সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়। এর আগে ভোর থেকেই সারাদেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হন।

সমাবেশে শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।

সমাবেশে কুমিল্লার মনোহরগঞ্জের ঝাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয় কর্মকার বলেন, ‘২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কেউ কোনও আশ্বাস দেয়নি। আগস্টের পর অন্তর্বর্তী সরকার কমিটি করে দিয়েছে এ বিষয়ে নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমরা জানতে পেরেছি, তারা এটি রাখেনি।’

আরও পড়ুন

এই কমিটি মূল কাজ না করে অন্যসব কাজ করছেন দাবি করে এই শিক্ষক বলেন, ‘তারা দশম গ্রেডের বিষয়টা বাদ দিয়ে উল্টো কাজ করছে। তারা সহকারী প্রধান শিক্ষককের পদ সৃষ্টি করছে, সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করছে। আমরা এসব চাই না, আমরা দশম গ্রেড চাই।’

 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ড্রাইভারের বেতন গ্রেড ১২তম জানিয়ে তিনি বলেন, ‘যেখানে ড্রাইভারের বেতন ১২তম সেখানে শিক্ষকদের বেতন ১৩তম কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বলা হচ্ছে গ্রেজুয়েট সেকেন্ড গ্রেড। সেখানে এই বেতন কাঠামো শিক্ষকদের অবমাননা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গায় কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

শাকিব সনেটের নিমন্ত্রণে মিমের হাত ধরে ‘বায়ো প্লাষ্টিক সার্জারি ক্লিনিক’র যাত্রা শুরু

কুমিল্লা সিটি করপোরেশনের ২৩টি নাগরিক সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

মাংসের ঝাল ঝাল ভুনা খিচুড়ির রেসিপি

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, দু’জন গ্রেফতার