ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

রয়টার্সকে ড. ইউনূস

‘শেখ হাসিনার আমলে প্রবৃদ্ধির হিসাব ছিল ভুয়া’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে যে উচ্চ প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করা হতো তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হাসিনার দুর্নীতি নিয়ে বিশ্ব প্রশ্ন তুলতে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

৮৪ বছর বয়সী অর্থনীতিবিদ এবং ২০০৬ সালের নোবেলজয়ী ড. ইউনূস ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, যখন সহিংস বিক্ষোভের পর হাসিনা প্রতিবেশী ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। হাসিনা তার ১৫ বছরের শাসনামলে দেশের অর্থনীতি এবং বিশাল গার্মেন্টস শিল্পের উন্নতির জন্য প্রশংসিত হলেও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ রয়েছে।

ড. ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক বৈঠকের সাইডলাইনে রয়টার্সকে বলেন, ‘তিনি (হাসিনা) দাভোসে সবাইকে শেখাচ্ছিলেন কীভাবে একটি দেশ পরিচালনা করতে হয় কিন্তু কেউ সেটি নিয়ে প্রশ্ন তোলেনি। এটি মোটেও একটি ভালো বিশ্বব্যবস্থা নয়।’

২০০৯ সাল থেকে ১৫ বছর ক্ষমতায় থাকা হাসিনার বিরুদ্ধে বর্তমানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। ঢাকার পক্ষ থেকে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছে। হাসিনা এবং তার দল সব অভিযোগ অস্বীকার করেছে, তবে এই অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত।

আরও পড়ুন

ড. ইউনূস সাক্ষাৎকারে আরও বলেন, ‘পুরো বিশ্ব এই পরিস্থিতি তৈরিতে দায়ী। এটি বিশ্বের জন্য একটি বড় শিক্ষা। তিনি বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার সবাইকে ছাড়িয়ে গেছে। তবে এই প্রবৃদ্ধি পুরোপুরি মিথ্যা’

তবে তিনি কেন এই প্রবৃদ্ধিকে মিথ্যা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে তিনি ব্যাপকভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব এবং সম্পদ বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাতভর অভিযানে লুট হওয়া সাদা পাথর উদ্ধার, রাখা হচ্ছে যথাস্থানে

ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজ পাপিয়া দম্পতির অবৈধ সম্পদের মামলার রায় ঘোষণা

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত আলোচনা সম্ভব নয়: ইমানুয়েল ম্যাক্রোঁ