ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত আলোচনা সম্ভব নয়: ইমানুয়েল ম্যাক্রোঁ

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত আলোচনা সম্ভব নয়: ইমানুয়েল ম্যাক্রোঁ,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউক্রেন ছাড়া সীমান্ত বিষয়ক কোনো আলোচনা হতে পারে না এবং বর্তমানে টেবিলে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমি বিনিময়ের প্রস্তাবও নেই।ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি এ কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠকের আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ট্রাম্প ও পুতিনের ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা হবে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ছাড়া এসব বিষয় আলোচনা করা যাবে না। বর্তমানে কোনো গুরুত্বপূর্ণ ভূমি বিনিময়ের প্রস্তাব টেবিলে নেই।

আরও পড়ুন

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তার সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দখলকৃত এলাকা নিয়ে প্রশ্ন শান্তিচুক্তির ক্ষেত্রে নির্ধারক উপাদান হবে এবং এটি ইউক্রেনের বাকি অংশ ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে বৈঠক করা একেবারেই স্বাভাবিক বিষয়। এটি পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে। তাদের অনেক দ্বিপাক্ষিক বিষয়ও আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

হল কমিটি বহাল থাকবে ঢাবি ছাত্রদলের

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল জাহাজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল

এক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু হচ্ছে না ফায়ার সার্ভিস স্টেশন

জয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা অনুমোদন