ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাই

রাজধানীর হাজারীবাগ-কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে (৩৭) প্রথমে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

 

আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়ীবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় পথিমধ্যে সেকশন বেড়ীবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাম পায়ের হাঁটুতে গুলি করে সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

আরও পড়ুন

ব্যাগটিতে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল জয় রাজবংশী অভিযোগ করেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “হাজারীবাগ এলাকা থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা অভিযোগ করছিলেন, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।”

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি এবং এখন ঘটনাস্থলেই আছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে অন্তঃসত্ত্বা নারীর সুস্থ থাকবেন যেভাবে

গাজীপুরে গাড়ির জন্য অপেক্ষা বাসচাপায় নারী শ্রমিক নিহত

গাইবান্ধায় বিপিএস কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে পর্যুদস্ত কৃষক

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

 হবিগঞ্জের ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবকেরা

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ