ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার গুদাম থেকে নকল সার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার গুদাম থেকে নকল সার জব্দ

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামে মেসার্স কাউছার এন্টারপ্রাইজের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিপিএ নকল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার। মেসার্স কাউছার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. কাউছার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কাউছার মিয়া নকল সারের ব্যবসা করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন

এ সময় ওই ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা টিএসপি ও ডিএপি নকল সার উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। পরে গুদামে থাকা কর্মচারী রিপন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা বলেন, ‘‘আমি যোগদানের পর থেকেই শুনছি, নাসিরনগরের কিছু এলাকায় নকল সার বিক্রি হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল সার জব্দ করা হয়েছে।’’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার বলেন, ‘‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড