ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে দুই ভাই আহত

দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে দুই ভাই আহত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলির বৈগ্রামে শিয়ালের কামড়ে জহুরুল ইসলাম (৩৬) ও তার ছোট ভাই মাহিদুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছে। এঘটনায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বৈগ্রামগ্রামে জমির ক্ষেতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেয়ালদাড় ইউপি সদস্য বকুল হোসেন। আহত মো. জহুরুল ইসলাম ও তার সহদর ভাই মাহিদুল ইসলাম বৈগ্রাম গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ইউপি সদস্য জানান, আহত জহুরুল ইসলাম বিকেলে দিকে বাড়ির পাশে আলু ও সরিষার জমি দেখার জন্য মাঠে যায়। হঠাৎ জহুরুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জমির পাশে ছোট নদী (খাড়ি) কাছে গিয়ে বসে। এমন সময় দুইটি শিয়াল তার দিকে ছুটে আসে আক্রমণ করার জন্য। জহুরুল ইসলাম নিজেকে রক্ষা করতে হাতের কাছে পাওয়া একটি আধলা ইট ছুড়ে মারে।

এতে শিয়ালরা আরও ক্ষিপ্ত হয় এবং তাৎক্ষণিক আরও কিছু শিয়াল তাকে আক্রমণ করে এবং জহুরুল ও শিয়ালের সাথে ধস্তাধস্তি করে। ঘটনাস্থলে জহুরুল এর মুখ (থুতি) ও বুকে আঁচড়ে আহত হয়। তার চিৎকার শুনে পাশে থাকা ভাই মাহিদুল ইসলাম ছুটে গেলে তাকেও শিয়াল কামড় দিয়ে আহত করে। পরে দুই ভাই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এলে কর্তব্যরত চিকিৎসক তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী রিয়া বলেন, গত শনিবার বিকেলে শিয়ালের কামড়ে আহত দুই ভাই হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় শেষ হলো নৌকাবাইচ 

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

নওগাঁর রাণীনগরে লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করলেন ইউএনও