ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের কাহারোলে ঘন কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার 

দিনাজপুরের কাহারোলে ঘন কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে বোরো ধান চাষীরা বোরো ধানের বীজতলাকে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য বীজতলায় পলিথিন ব্যবহার করছেন। এদিকে যেমন- কুয়াশা ও ঠান্ডার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে চারাগুলো পলিথিনের নীচে সতেজ থাকছে বলে কৃষকরা জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অত্র উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধান চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৫০ হেক্টর জমি। সেই অনুযায়ী বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭৮ হেক্টর জমি। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর গ্রামের বোরো ধান চাষী মোঃ সামসুল ইসলাম জানান, তিনি চলতি ইরি-বোরো মৌসুম ৬ একর জমিতে বোরো ধান চাষাবাদ করবেন।

সেজন্য আগাম জাতের বোরো ধানের বীজ বপন করেছেন। শীত ও ঘন কুয়াশায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। অপর চাষী মোঃ মফিজ উদ্দীন বলেন, আমি ৭ একর জমিতে ইরি-বোরো ধান চাষাবাদ করবো। এজন্য ব্রি-ধান ২৯ ও ব্রি-ধান ৮৯ জাতের বীজ জমিতে বপন করেছি এবং বীজ তলা সম্পূর্ণরূপে বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি।

আরও পড়ুন

যাতে করে বীজগুলো ভালো থাকে। এদিকে উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী জানান, অত্র উপজেলার কৃষকদের বীজতলাগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে করে বীজতলাগুলো নষ্ট না হয়। এই বিষয়ে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জন উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

পাবনার সুজানগরে পাইপগান উদ্ধার

ঢাকায় চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

বগুড়ার কাহালুতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ তিনজন নিহত