ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রথম ছবির ব্যাপারে একি বললেন অনন্যা পান্ডে!

প্রথম ছবির ব্যাপারে একি বললেন অনন্যা পান্ডে!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে নিজেই জানালেন, প্রথম ছবির আগে থেকে তার ক্যামেরা বা শুটিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এর আগে ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে পরিচালক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ ছবিতে আত্মপ্রকাশ করেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

তারপর থেকেই তিনি সমালোচনার সম্মুখীন হন। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা পান্ডে স্বীকার করেন, এ ছবিতে কাজ করার সময় তিনি প্রায় কিছুই জানতেন না। অনন্যা বলেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না অভিনয়ের ক্ষেত্রে। ছবি নির্মাণ সম্পর্কেও তার ধারণা স্পষ্ট ছিল না। এমনকি ‘ওয়াইড শট’ বা ‘ক্লোজ শট’-এর পার্থক্য বুঝতেন না তিনি। জানতেন না কীভাবে ক্যামেরার সামনে কাজ করে। চাঙ্কিকন্যা বলেন, তিনি ভাবতেন-একবারে সব দৃশ্য ধারণ করে ফেলতে পারে ক্যামেরা। কোথায় অ্যাঙ্গেল, কোথায় আলো-কিছুই বুঝতেন না। তিনি বলেন, ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ ছবিতে তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন সহ-অভিনেতা টাইগার শ্রফ। তিনিই শিখিয়েছেন কীভাবে আলো নিতে হয়। অনন্যা অবশ্য এ অভিজ্ঞতায় খুশি। তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন

এদিকে তারকা-সন্তানরা যেমন বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলিউডের অন্দরে, তেমনই তাদের কাজে নেওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা পান প্রযোজক-পরিচালকরাও। তারা ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের মধ্যে বেড়ে ওঠায় বিষয়টি আয়ত্তে থাকে। কিন্তু অনন্যার বেলায় সেটি ঘটেনি। অনন্যা বলেন, বাবা যখন ছবিতে কাজ করতেন তখন তিনি দুই-একবার সেটে গিয়েছিলেন। কিন্তু সেসব এতই ছোটবেলার কথা যে, তিনি কিছুই বুঝতে পারেননি। ফলে প্রথমবার অভিনয় করার সময় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। দিনে দিনে কাজের পদ্ধতি বদলেছেন বলেও জানান অনন্যা পান্ডে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান