বগুড়ার শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে আগ্রহ বাড়ছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : কলা খেতের ভিতর আলু, মূলা, কপি, রসুন, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের সাথী ফসল উৎপাদন করছেন শিবগঞ্জের চাষীরা। একই জমিতে এক সাথে দুই থেকে তিনটি ফসল চাষ করছেন চাষীরা। উপজেলার বেড়াবালা গ্রামের কৃষক রমজান আলী জানান, তিনি ২ বিঘা জমিতে মুলা চাষ করেন। ওই মূলা বাজারে বিক্রির পর একই আলু রোপন করেছেন এবং আলুর ভিতর কলার চারা রোপণ করেছেন তিনি।
আমদানী গ্রামের চাষী ফজলুর রহমান মুকুল জানান তিনি তার পৃথক তিনটি জমিতে ফুল কপির সাথে কলা এবং রসুন ও পেঁয়াজের সাথে কলা চাষ করেছেন। এছাড়া তিনিসহ অনেকেই জমির আইলে সিম ও লাউ চাষ করেছেন। কেউ কেউ আবার আদা ও হলুদ ক্ষেতের ভিতর মাচায় সিম ও লাউ চাষ করেছেন।
আরও পড়ুনকয়েকজন চাষী জানান, সাথী ফসল উৎপাদনে উঁচু ( ভিটা) জমি উপযুক্ত। এক সাথে সাথী ফসল চাষ করলে উৎপাদন খরচ কম হয় এবং লাভ বেশি হয় আর এই কারণেই সাথী ফসল উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষীদের। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় জানান সাথী ফসল কৃষকের লাভজনক ফসল । তারা সাথীসহ সব ফসল উৎপাদনে চাষীদের সুপরামর্শ দিয়ে থাকেন।
মন্তব্য করুন