ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

রাজধানীতে ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ।

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় ওয়ারীর অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন -মো. শরিফুল ইসলাম (৪৫) ও মো. আরিফুল ইসলাম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন

ওয়ারী থানার বরাত দিয়ে তিনি জানান, ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তাররা কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকায় বিক্রয় করতেন। উদ্ধার ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবস আজ

দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি আ' লীগ নেতা ছিনতাই

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক