ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন, ছবি: সংগৃহীত।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে জানা গেছে।

দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে আজ সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

আরও পড়ুন

সেই বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক খেলবেন ‘শততম টেস্ট’ 

সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

 মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের গোয়েন লুইসের বৈঠক

চানখারপুলে ৬ জনকে হত্যা: আসামিদের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

ভিনিসিয়ুসের জোড়া গোলে জিতল রিয়াল