অন্যায় কর্মকাণ্ডে বহিষ্কার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা

নিউজ ডেস্ক: সহিংস কার্যক্রম, মামলা বাণিজ্যে জড়ানো বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে বহিষ্কার করেছে সংগঠনটি। মঙ্গলবার (৬ মে) রাতে সংগঠনের মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ, সহিংস কার্যক্রম, মামলা বাণিজ্যে জড়ানো এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট’ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরো বলা হয়, আদর্শবিরোধী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তির জন্য এ সংগঠনে কোনো স্থান নেই। প্রতিটি স্তরে শুদ্ধি, জবাবদিহি ও আদর্শের বিজয় নিশ্চিত করতে সংগঠন বদ্ধপরিকর। শুদ্ধি অভিযানের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুনবহিষ্কৃত নেতা এনামুল হক সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
মন্তব্য করুন