ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনটে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার,ছবি: প্রতিকী ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ১৫ ঘন্টা পর পুকুরের পানি থেকে মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুনের (৮০) মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহারা খাতুন উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুন ছেলের পরিবারের সাঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে নিখোঁজ হতেন তিনি। পরিবারের লোকজন তাকে খুজে বের করে বাড়িতে আনতেন। এ অবস্থায় শনিবার বিকেল ৪টায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হন শাহারা খাতুন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। অবশষে আজ রোববার সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তখন স্বজনরা শাহারা খাতুনের মৃতদেহ উদ্ধার করে থানায় খবর দেন।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।    

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা, গ্রেফতার ৭

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, তদন্ত চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহে মদপানে তরুণীর মৃত্যু

বিজয়নগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার