ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের কাহারোলে পরিত্যক্ত ঘর থেকে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার

দিনাজপুরের কাহারোলে পরিত্যক্ত ঘর থেকে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা : কাহারোলে পরিত্যক্ত ঘর থেকে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি ঘরের জানালার ফাঁক দিয়ে এলাকাবাসী দেখতে পায় সার রয়েছে। সেই ঘরে ৩ ধরনের ৫২ বস্তা সার বেশ কিছুদিন ধরে পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে পড়ে থাকতে দেখতে পায়।

বিষয়টি গত বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাসেলসহ সদস্যদেরকে এলাকাবাসী অবগত করলে তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ূন কবির ঘরের তালা ভেঙে প্রবেশ করে দেখতে পায় পরিত্যক্ত ঘরে ৫২ বস্তা সার পড়ে রয়েছে।

আরও পড়ুন

জানা যায়, উদ্ধারকৃত ৫২ বস্তা সার সরকারি মূল্য প্রায় ৬২ হাজার টাকার মতো। গতকাল শনিবার বেলা ৩ টা ০৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে মোবাইল ফোনে সারের বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিনিধিকে বলেন, রসুলপুর ইউনিয়ন পরিষদের ৫২ বস্তা সারের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশকে আহব্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে যত দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর ভাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা

বন্যা নিয়ে সতর্কবার্তা

রংপুরে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত