ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

রংপুরের হাটে বাজারে সবজি কেনাকাটায় স্বাচ্ছন্দ্য ফিরেছে

রংপুরের হাটে বাজারে সবজি কেনাকাটায় স্বাচ্ছন্দ্য ফিরেছে

রংপুর জেলা প্রতিনিধি : কয়েক সপ্তাহ আগেই বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। ক্রেতা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায়। আজ শনিবার (৪ জানুয়ারি) রংপুরের বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, ফুলকপি প্রতি পিস ২০ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা টমেটো প্রতি কেজি ৩০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি  ৩০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

রংপুরের সিটি বাজারে ক্রেতা নুর মোহাম্মদ বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। সবজি বিক্রেতা লাল্টু মিয়া বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম। যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে। আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো, এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়।

দাম কম থাকলে ক্রেতারা কিনে শান্তি পায়। বিক্রির পরিমাণ বাড়লে আমরাও লাভবান হই। যারা খুচরা ব্যবসায়ী তারা আড়ত থেকে কিনে, পরে পরিবহন, লেবার খরচ, দোকান খরচ সবকিছু ধরে সবজির দাম নির্ধারণ করে। ফলে সব খুচরা বাজারে সবজির দাম একটু বেশি। তবে সব দিক থেকে হিসেব করলে গত বছরের পুরো সময়ের চেয়ে নতুন বছরের শুরুতে এসে বাজারের সবচেয়ে কম দাম যাচ্ছে সবজিগুলোর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে দুদক’র অভিযান

এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত

যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, বিশ্বে রেকর্ড

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

ট্রলার ডুবে সাগরে নিখোঁজের ৭ দিন পর ভেসে এলো জেলের মরদেহ