ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে দুদক’র অভিযান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে দুদক’র অভিযান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রে অভিযান পরিচালনা কালে এসব তথ্য পান দুদক সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।

অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. আজমির শরিফ মারজী জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় বেশকিছু অনিয়ম ও দুর্নীতির প্রমান পান তারা। এর মধ্যে রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং পরিমাণে কম। হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুত থাকলেও রোগীদের তা না দিয়ে বাইরের দোকান থেকে কেনানো।

বহির্বিভাগের ওষুধ সরবরাহের রেজিস্ট্রারে দুই মাস ধরে হালনাগাদের কোন তথ্য নাই। কর্মরত নার্স ইনচার্জের কাছে অতিরিক্ত ১শ’টি সরকারি এন্টিবায়োটিক ইনজেকশন (সেপট্রিয়াক্সোন ইনজেকশন ১ গ্রাম) পাওয়া যায়। তিনি আরও জানান, কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে।

আরও পড়ুন

এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার নিয়ম মেনে অফিসে আসেন না এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।  হাসপাতালটিতে ডাক্তার সংকট প্রকট। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার সিভিলি সার্জন অফিসে মিটিং এ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু