ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফারাক্কা বাঁধ এ দেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায়

পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে ‘কারবালা’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে ) বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা বলেন, “মওলানা ভাসানী ৯০ বছর বয়সে আজকের এই দিনে ফারাক্কা লং মার্চ করেছিলেন। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করব, চুক্তি সই করব। এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে প্রয়োজনে আমরা বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব।”

তিনি আরও বলেন, “ফারাক্কা চুক্তিতে যে ক্লজগুলো আছে, সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব।”

ফরিদা আখতার বলেন, “ফারাক্কার কারণে আমাদের দেশের ৬ কোটি মানুষ সরাসরি, আর পরোক্ষভাবে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী—সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে ‘কারবালা’ তৈরি করেছে। কাজেই এই ঘটনার বিচার আমরা চাই। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তে দলগুলো ৬টি উপায়ের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ

নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো: এরদোয়ান

সিপিএলে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের পরও অ্যান্টিগার বিদায়

‘দেশবিরোধী কাজ যারা করবে, তাদের পিঠের চামড়া তুলে নেয়া হবে’