ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

পটুয়াখালী  ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

পটুয়াখালী  ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

 নিউজ ডেস্ক:   পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এ সময় দোকানে থাকা কর্মচারীদের বেঁধে প্রায় পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে  ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করে আসছিলেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উনাকে (সিবু বণিক) নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে দু’দিন আটকা, অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন রিশাদ-রানা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার দায়ে স্ত্রী আটক

গাজীপুরে পানি পান করে পেটের পীড়ায় অর্ধ শতাধিক শ্রমিক, কারখানা বন্ধ 

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ 

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

১৭ বছর পর কান’র লাল গালিচায় অ্যাঞ্জেলিনা জোলি