ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়ার শাজাহানপুরে হাটের বাইরে গিয়ে টোল দাবি : ইজারাদারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাজাহানপুরে হাটের বাইরে গিয়ে টোল দাবি : ইজারাদারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় হাট এলাকার বাইরে গিয়ে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে আড়িয়া বাজার হাটের ইজারাদার শাহাদত হোসেনসহ ২৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মানিকদিপা চারমাথা এলাকার কৃষক আমিরুল ইসলাম বাদি হয়ে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল আড়িয়াবাজার হাটের ইজারাদার শাহাদাত হোসেন কয়েকজন সহযোগী নিয়ে হাট এলাকার বাইরে মানিকদিপা চারমাথায় গিয়ে কৃষকেদের থেকে অবৈধভাবে জোরপূর্বক টোল আদায় করতে যান। সেসময় বিক্ষুব্ধ জনতা তাদের অবরুদ্ধ ও মারপিট করেন।

এমনকি প্রাইভেটকার ভাঙচুর করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে। অবরুদ্ধ ও মারপিটের ঘটনায় ইজারাদারের প্রতিনিধি আব্দুল ওহিদ মুরাদ বাদি হয়ে স্থানীয়দের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেন। ওই মামলার পাল্টা ব্যবস্থা হিসেবে স্থানীয়দের পক্ষ থেকে গতকাল সোমবার রাতে কৃষক আমিরুল ইসলাম বাদি হয়ে ইজারাদার শাহাদতসহ ২৩ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

আরও পড়ুন

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, মানিকদিপা গ্রামের কৃষক আমিরুল ইসলাম বাদি হয়ে ইজারাদার শাহাদতসহ ২৩ ব্যক্তির জনের একটি এজাহার দাখিল করেছেন, তা মামলা হিসেবে রেকর্ড  করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার