ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে

ছবি : সংগৃহীত,সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একই সাথে কাঁচামরিচ কেজিতে ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। শনিবার জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। টানা বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের। 

বাজারে বেগুন ১০০ থেকে ১৪০ টাকা কেজি, পটল ৭০ থেকে ৮০ টাকা কেজি, কুমড়া ৪০ থেকে ৬০টাকা প্রতি পিস, করলা ৮০ টাকা কেজি, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, টমেটোর কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।  

এছাড়া লেবুর হালি ৩০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, কাঁকরোলের কেজি ১০০ টাকা, মুলা ৬০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি এবং ফুল কপি ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০ টাকা, পুঁই শাক ৩০ টাকা আঁটি এবং এসব বাজারে আলু ২০ থেকে ২৫ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

আরও পড়ুন

বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা এবং খাসির মাংস কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬