ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

বিমানবন্দরে দু’দিন আটকা, অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন রিশাদ-রানা

বাংলাদেশি ক্রিকটোর রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভিসা ও ইমেগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে দু’দিন আটকে থাকার পর দলের সঙ্গে শুক্রবার (১৬ মে) রাতে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। আজ শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৭ মে) রাত ৯টায় স্বাগতিকদের মুখোমুখি হবে লিটনের দল।

কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরেছিলেন স্কোয়াডের দুই সদস্য রিশাদ হোসেন ও নাহিদ রানা। মূলত তারা সেখানে গিয়েছিলেন পাকিস্তান থেকে। বাবরদের দেশে পিএসএল খেলতে গিয়েছিলেন এ দুই ক্রিকেটার। তবে দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার অভিজ্ঞতা সুখকর হয়নি তাদের জন্য। ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ সংঘাত শুরু হওয়ায় নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়ে পিএসএল। তড়িঘড়ি করে ৯ মে সেখান থেকে অন্য বিদেশিদের সঙ্গে দুবাই পৌঁছান এ দুই বাংলাদেশি। সেখান থেকে আসেন দেশে।

তবে দিন কয়েক পরই ফের দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন রিশাদ ও নাহিদ। ভিসা ও ইমেগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে দু’দিন আটকে থাকতে হয় তাদের। শঙ্কা তৈরি হয়েছিল দেশেও ফিরে আসার। তবে সব সমস্যার সমাধান করে আপাতত দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।

আরও পড়ুন

এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘তাদের স্পেশাল ভিসা ছিল। ওই ভিসা নিয়ে যখন তারা প্রবেশ করতে গিয়েছিল তখন ইমিগ্রেশন আপিল করেছে যে এই ভিসায় একটু সমস্যা আছে। সঙ্গে সঙ্গেই আরব আমিরাত ক্রিকেট বোর্ড ইস্যুটা সমাধান করার চেষ্টা করছে। এই সময়টায় তারা (বিমানবন্দরের) হোটেলে ছিল। ভিসার সমাধান শেষে তারা গত কাল রাতে টিমের সঙ্গে যোগ দিয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৩টি ওষুধের দোকানকে জরিমানা ও মামলা

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন প্রধান শিক্ষকসহ ১০২ শিক্ষকের পদশূন্য

বগুড়ার সোনাতলায় মৎস্যজীবী লীগ নেতা সোহেল গ্রেফতার

বগুড়ার ধুনটে গাছের গুড়ির নিচে চাপা পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

এনআইডি সার্ভার ডাউন