ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

রংপুরে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী

রংপুরে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। ছবি : দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা।

এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০টি হ্যান্ড গ্লোবস, এক হাজার পিস সার্জিকাল গ্লোবস,  ১০০ টি কেনুলা, ৩২০ টি বাটারফ্লাই সেট,  ৮০ জিটোন, ৩০০ টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল  সামগ্রী উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, আল আমিন গাঁজা সেবন এবং বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যৌথ বাহিনী বিভিন্ন সামগ্রী উদ্ধার করার পর আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা

ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ স্বাক্ষর

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চেলসি

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের