ঠাকুরগাঁয়ের হরিপুরে রবি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় রবি মৌসুমী ভুট্টার বাম্পার ফলন আশা করছে কৃষক। হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৫৪০ হেক্টর। কিন্ত আবহাওয়া অনুকূলে থাকায় তা ছাড়িয়ে এখন পর্যন্ত আবাদ হয়েছে ৮১৩০ হেক্টর।
এবার প্রতি হেক্টর জমিতে খরচ ধরা হয়েছে ১ লাখ টাকা এবং ফলন প্রতি হেক্টরে ৩৭৫ মণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম খরেচে অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় কৃষক আমন এবং আলু তোলার পর রবি মৌসুমে ভুট্টা লাগাতে বেশ ঝুঁকে পড়েছে। এতে কৃষক অতি সহজেই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। উচ্চ ফলনশীল ভূট্টার মধ্যে রয়েছে, পাইওনিয়ার ৩৩৫৫,এনকে ৪০, ৯৮৪, ৩৩৯, ২২৪, কৃষান, করস ইত্যাদি।
হরিপুর থানাপাড়া গ্রামের কৃষক মাইনুর বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমি ২ বিঘা জমিতে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা আবাদ করেছি। বর্তমানে ভুট্টা ক্ষেতের গাছ বেশ ভাল হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ভালো ফলন হতে পারে। কৃষক রেজাউল বলেন, ধান কাটার পর আমি তিন বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আশা করি ভালো ফলন হবে।
আরও পড়ুনহরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন বলেন, এ বছর রবি মৌসুমে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৫৪০ হেক্টর। কিন্ত তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৮১৩০ হেক্টর। এখনও রোপণ চলমান রয়েছে। তিনি আরো বলেন উপজেলার ৬টি ইউনিয়নের ১৩শ’ জন প্রান্তিক কৃষককে ভুট্টা চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে গিয়ে ভুট্টার পরিচর্যার বিষয়ে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন