ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংবাদ সম্মেলন

শনিবার বগুড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুুষ্ঠান

শনিবার বগুড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুুষ্ঠান, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপি বগুড়া জেলার আয়োজনে আগামী শনিবার সকাল ৯টায় বগুড়া পলিটেকনিক থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা ও সকাল ১০টায় সাতমাথা মুক্তমঞ্চে পথসভায় যোগ দিবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী। এসময় তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন-এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা। এছাড়াও এনসিপি বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১ জুলাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শহিদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। দেশের ৬৪ জেলা শহর ও গ্রামের পথে পথে হবে গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চান, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিলেন। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চান, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবীদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী। কর্মসূচি সমূহে এনসিপি জেলা কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

এসময় জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ, বগুড়া জেলা এনসিপি’র যুগ্ম সংগঠক আব্দুল্লাহিত তাকি, মতিউর রহমান টিটু, এড. সন্তোষ প্রমূখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর