ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় আ‘লীগ নেতা গ্রেপ্তার ৩

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় আ‘লীগ নেতা গ্রেপ্তার ৩, ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় হাসান মন্ডল (৩৭) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান মন্ডল উপজেলার শালগ্রাম গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বলে পুলিশ জানায়।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতের জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ঠি করে অফিসে ভাঙচুর ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে।

আরও পড়ুন

এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত মঙ্গলবার রাতে হাসান মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত হাসান মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের দৃষ্টিতে শ্রমের মূল্য

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপনি কি বাসার ভেতরে শব্দ নিয়ে সচেতন