ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

‘রঘুডাকাত’-এ রক্তচক্ষু লুকে দেব!

‘রঘুডাকাত’-এ রক্তচক্ষু লুকে দেব!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : চলতি বছরেই আসছে দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’। নতুন বছরের পয়লা দিনেই এই ঘোষণা দিলেন নায়ক দেব! সঙ্গে প্রকাশ করলেন এক চোখ আটকানো পোস্টার। 

তাতে দেখা যায়, ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া মাথা, খানিকটা খোলা রয়েছে চেহারা। সেই ফাঁকে জ্বলজ্বল করছে তার দুই চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের ওপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পূজায় বড়পর্দায় আসছে ‘রঘু ডাকাত’। 

আরও পড়ুন

‘খাদান’র সাফল্যের পর নাকি প্রযোজক হিসেবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পূজায় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, 'খাদান'-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির। ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শ্যুটিং শুরু করা যায়নি। আবার গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পূজাকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শ্যুটিং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব | Daily Karatoa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন