ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

আলোচিত ‘নয়ন বন্ড-মিন্নি’ কাহিনীর ৬ বছর আজ

আলোচিত ‘নয়ন বন্ড-মিন্নি’ কাহিনীর ৬ বছর আজ, ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক: বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ছয় বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ২৬ জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এরপর রায় অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হয়। তবে এখনো উচ্চ আদালতের অনুমোদন না মেলায় রায় কার্যকরের প্রক্রিয়া ঝুলে আছে।

২০১৯ সালের ২৬ জুন কলেজগেট এলাকায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতের ওপর হামলা চালানো হয়। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলেই মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন নয়ন বন্ড, যিনি পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।এই মামলায় তদন্ত করছিলেন তৎকালীন বরগুনা থানার ওসি মো. হুমায়ুন কবির। তদন্ত শেষে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন

মিন্নিকে দণ্ডাদেশের পর গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মুক্তির জন্য হাইকোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন্নির বাবা। এদিকে রায় কার্যকরের অপেক্ষায় নিহত রিফাত শরীফের পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন