কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে গুঞ্জন থাকলেও বিএনপি বলছে, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা বিশ্বাস করে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, খুব শিগগিরই দলের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি ও অতীতে রাজপথে ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আরও পড়ুনসংবিধান পরিবর্তন বা সংশোধন প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “কোনোভাবেই সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি। তবে সংশোধন হতে পারে নির্বাচিত সংসদে।”
মন্তব্য করুন